Sambad Samakal

তথ্য পরিসংখ্যানে মোদির বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ প্রিয়াঙ্কার

Jun 8, 2021 @ 10:50 am
তথ্য পরিসংখ্যানে মোদির বিরুদ্ধে মিথ্যে প্রচারের অভিযোগ প্রিয়াঙ্কার

জিম্মেদার কৌন প্রচারের হুলে আবারো বিজেপি সরকারকে বিঁধলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। সরকারের প্রকাশিত কোভিড সংক্রান্ত পরিসংখ্যান যে অনেকটাই সাজানো এবং সত্যের অপলাপ তা আবারও জোর দিয়ে ট্যুইট করলেন তিনি। তথ্য পরিসংখ্যান অতিমারী রোধে ও চিকিৎসা সংক্রান্ত গবেষণায় কার্যকরী হতে পারে মনে করিয়ে দিয়ে তিনি বলেন এই সব তথ্য সরকারের ভুয়ো প্রচারে ব্যবহার করছে কেন্দ্র সরকার। ফলে অতিমারীর বিরুদ্ধে চিকিৎসা বিজ্ঞানের লড়াই ব্যহত হচ্ছে বলে তাঁর অভিমত। মানুষের জীবনের পরোয়া না করে সরকার মিথ্যে বিজ্ঞাপনে বেশি মনোযোগী বলে তিনি বলেন।
কংগ্রেসের উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত রাজীব গান্ধী কন্যা সেই সঙ্গে উত্তর প্রদেশ সরকারকেও এক হাত নিয়েছেন। তিনি বলেন, “যেখানে সবাই জানে যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের চাইতে আরটিপিসিআর পরীক্ষা বেশি কার্যকর সেখানে উত্তর প্রদেশ সরকার প্রতি ১০০ জনে ৬৫ জনকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করছে আর শতকরা ৬৫ জনের আরটিপিসিআর পরীক্ষা হচ্ছে। ফলে সঠিক সংক্রমণের তথ্যই যোগী সরকারের হাতে নেই। সংবাদ মাধ্যমে যেখানে প্রকাশিত হচ্ছে গঙ্গার ১১০০ কিলোমিটার তীরবর্তী অঞ্চলে ২০০০ মৃতদেহ পাওয়া গেছে, সেখানে সরকারের দৈনিক মৃত্যুল পরিসংখ্যান যে নিছকই মিথ্যাচার তা আর বলে বোঝাতে হবে না।”

Related Articles