Sambad Samakal

বর্ষা আসন্ন! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

Jun 12, 2021 @ 10:08 am
বর্ষা আসন্ন! কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই আকাশ মেঘলা। যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। আর এই বৃষ্টির হাত ধরেই বর্ষা ঢুকছে বঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে আজ থেকে আগামী দুুদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আর এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে। আজ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা ছাড়াও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বারী বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি।

Related Articles