আগামীকাল অর্থাৎ সোমবার চতুর্থ দফার ভোট। আর তারআগেই উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কৃষ্ণগঞ্জ। জানা যাচ্ছে, রবিবার সকালে বিজেপির এক পঞ্চায়েত সদস্যের বাড়ির বাইরে তাজা বোমা ভর্তি বস্তা পড়ে থাকতে দেখা যায়। খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
পরে পুলিশ এসে বোমা ভর্তি বস্তা উদ্ধার করে নিয়ে যায়। রাণাঘাট লোকসভা কেন্দ্রের অধীনে কৃষ্ণগঞ্জের বিজেপি পঞ্চায়েত সদস্যের দাবি, ভোটারদের ভয় দেখাতেই রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা ওই বোমা ভর্তি বস্তা রেখে গিয়েছিল। এই ঘটনার পরেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।