Sambad Samakal

সাইবার হামলার পরিকল্পনা করেছিল চিনা গুপ্তচর!

Jun 13, 2021 @ 4:34 pm
সাইবার হামলার পরিকল্পনা করেছিল চিনা গুপ্তচর!

সাইবার হামলার পরিকল্পনা করেছিল চিনা গুপ্তচর হাং জুন। গোয়েন্দাদের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
এনআইএ সূত্রে খবর, মালদা থেকে ধৃত চিনা গুপ্তচর হাং জুন ভারতের ১,৩০০টি সিম চিনে পাঠিয়েছিল। এছাড়া এদেশের নাগরিক ও বিভিন্ন সংস্থা মিলিয়ে হাজারের বেশি ডেটাবেস চিনে পাঠিয়েছে বলে হাংকে জেরা করে জানা গিয়েছে। যদিও কী উদ্দেশ্যে সে এই ডাটাবেস এবং এদেশের সিম চিনে পাঠিয়েছিল তা স্পষ্ট করেনি। তবে সাইবার হামলার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দাদের অনুমান। কেননা চিনের সামরিক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি স্নাতক হাং হ্যাকিং জানে। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য হাং জুনের ল্যাপটপ থেকে পাওয়া যেতে পারে বলে তাঁরা মনে করছেন। যদিও হাংয়ের ল্যাপটপটি পাসওয়ার্ড লক করা রয়েছে। ফলে এখনও সেটি খোলা যায়নি। তবে সাইবার তদন্তকারীরা নতুন পাসওয়ার্ড সৃষ্টি করে ল্যাপটপটি খোলার চেষ্টা চালাচ্ছেন।
অন্যদিকে মালদা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাং জুন যে বাড়িতে থাকত সেটিও এক চিনা নাগরিকের বাড়ি। ওই চীনা নাগরিক হাংয়ের বন্ধু। তবে সে বর্তমানে এখন কোথায় তা স্পষ্ট নয়। সে হাংয়ের পরিকল্পনার কথা জানতো কিনা এবং তাদের সঙ্গে আরও কোনো চিনা নাগরিক ওই বাড়িতে থাকত কিনা সে বিষয়ে খোঁজ-খবর শুরু করেছে মালদা পুলিশ।

Related Articles