লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যের ৪১টি আসনে ছুটে বেড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি নিজোও ডায়মন্ড হারবার লোকসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার সাতগাছিয়া থেকে নিজের আসনে প্রচার শুরু করলেন তিনি। জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে কারা দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবারে লড়াই করবে।
এদিন অভিষেক বলেন, “দলের সৈনিক হিসেবে ৪১ আসনে আমি লড়ছি। আপনারা ডায়মন্ড হারবারের সৈনিক হয়ে লড়াই করুন। নিজেদের ক্ষমতা দেখিয়ে দিন। ৪ জুন যখন ভোটবাক্স খোলা হবে, তখন পদ্মফুল, কাস্তে-হাতুড়ি চোখে সর্ষেফুল দেখবে।”
ডায়মন্ড হারবারের নাগরিকদের উদ্দেশে অভিষেক বলেন, “আমি এখানে ভোট চাইতে নয়, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছি। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। মাঝে কেউ নেই। আমি আপনাদের ঘরের ছেলে। এখানে একদম শেষে ১ তারিখ ভোট। তাই আর আগে আমি মনোনয়ন জমা দেব। মনোনয়ন দেওয়ার আগে যদি আপনাদের আশীর্বাদ না পাই, তাহলে তা পরিপূর্ণ হবে না।”