তিরন্দাজি বিশ্বকাপে অব্যাহত ভারতের সোনাজয়। রবিবার অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারতীয় রিকার্ভ দল।
বিশ্ব ক্রমতালিকায় এই মুহূর্তে দু’নম্বরে রয়েছে ভারত আর এক নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া। সেই সেরা দলকে হারিয়েই সোনার পদক ছিনিয়ে নিল ভারতীয় দল। এখনও পর্যন্ত তিরন্দাজি বিশ্বকাপে ভারতের ঝুলিতে এই নিয়ে মোট ৫টি সোনার পদক এল।