Sambad Samakal

ফুসফুস প্রতিস্থাপন করতে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল-জায়াকে

Jun 16, 2021 @ 2:35 pm
ফুসফুস প্রতিস্থাপন করতে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে মুকুল-জায়াকে

মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়ের ফুসফুস প্রতিস্থাপন করা হবে চেন্নাইয়ে। সেজন্য বুধবারই তাঁকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে।
জানা গিয়েছে, অ্যাপোলো হাসপাতাল থেকে কৃষ্ণা রায়কে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হবে চেন্নাই। ভর্তি করা হবে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে। সেখানেই তাঁর ফুসফুস প্রতিস্থাপন করা হবে। 
উল্লেখ্য, গত মাসেই মুকুল রায়ের শরীরে নানা করোনা উপসর্গ দেখা দেয়। তারপর গত ১৪ মে জানা যায়, সস্ত্রীক মুকুল রায় করোনা আক্রান্ত। এরপর মুকুল রায় সুস্থ হয়ে উঠলেও তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থার ক্রমে অবনতি ঘটে। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। কিন্তু সুরাহা হয়নি। একমো সাপোর্টেই ছিলেন তিনি। ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী অঙ্গদাতার খোঁজ চলছিল। সম্প্রতি অঙ্গদাতার খোঁজ মিলেছে। তাই চেন্নাইয়ে ফুসফুস প্রতিস্থাপন করার জন্য কৃষ্ণা রায়কে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে। ছেলে শুভ্রাংশু রায়-সহ বেশ কয়েকজন কৃষ্ণা রায়ের সঙ্গে চেন্নাইয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

Related Articles