Sambad Samakal

আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টি চলবে, জলমগ্ন কলকাতা

Jun 17, 2021 @ 11:06 am
আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টি চলবে, জলমগ্ন কলকাতা

নিম্নচাপের জেরে রাজ্যে জাঁকিয়ে বর্ষা বসেছে। বুধবার সারা রাত বৃষ্টি চলার পর বৃহস্পতিবারও দিনভর বৃষ্টি চলবে এবং শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জেরে রাতভর বৃষ্টি চলেছে রাজ্যে। আগামী কয়েক ঘন্টার মধ্যে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ। কোথাও কোথাও ঝোড়ো হওয়া বইতে পারে। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যে বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
টানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটা কমেছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হয়েছে ১৪৪.৫ মিলিমিটার।
এদিকে, রাতভর বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন রাস্তা। বেহালা, পার্ক সার্কাসেও জল জমেছে।

Related Articles