Sambad Samakal

শ্বাসনালীতে পেরেক, জটিল অস্ত্রোপচারে শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

Jun 27, 2021 @ 3:13 pm
শ্বাসনালীতে পেরেক, জটিল অস্ত্রোপচারে শিশুর প্রাণ বাঁচাল এসএসকেএম

খেলতে খেলতে শ্বাসনালীতে ঢুকে গিয়েছিল আড়াই ইঞ্চির আস্ত একটা পেরেক। এক ঘণ্টার জটিল অস্ত্রোপচারে সেই পেরেক বের করে শিশুর প্রাণ বাঁচালেন কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।
জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। খেলতে খেলতে পেরেকটি তার গলায় বিঁধে যায়। বাড়ির লোকজন তাঁকে নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে যান। কিন্তু পেরেক বের করে পারেননি চিকিৎসকরা। এরপর আরও একটি সরকারি হাসপাতাল ঘুরে ওই শিশুকে নিয়ে পরিবারের লোকজন পৌঁছন কলকাতার এসএসকেএম হাসপাতালে। ততক্ষণে নেতিয়ে পড়েছে শিশুটি। চিকিৎসকরা পর্যবেক্ষণ করে বুঝতে পারেন পেরেকটি আটকে গিয়েছে শিশুর শ্বাসনালীতে। তড়িঘড়ি অস্ত্রোপচারের আয়োজন করা হয়। টানা একঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পায় শিশুটি।

Related Articles