Sambad Samakal

কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল, বাড়ল ডিজেলের দামও

Jun 29, 2021 @ 12:49 pm
কলকাতায় সেঞ্চুরির পথে পেট্রোল, বাড়ল ডিজেলের দামও

একদিনের বিরতির পর ফের দেশে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম। আজ, মঙ্গলবার কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম বাড়ল ৩৪ পয়সা। ফলে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হল ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৮ পয়সা। ফলে ডিজেলের নতুন দাম হল ৯২ টাকা ৩ পয়সা।
অন্যদিকে, দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম লিটারে ৮৯ টাকা ছাড়িয়েছে। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ৩৪ পয়সা বেড়ে হয়েছে ১০৪.৯০ টাকা। গত ২৯ মে দেশের প্রথম মেট্রো শহর হিসেবে মুম্বইতে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়িয়েছিল। মুম্বইতে এদিন ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৬.৭২ টাকা। চেন্নাইতে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে যথাক্রমে ৩১ ও ২৬ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৯.৮০ টাকা। ডিজেলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯৩.৭২ টাকা। 
গত দুই মাসের মধ্যে এই নিয়ে ৩২ বার জ্বালানির দামে বৃদ্ধি ঘটানো হল। ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। বাস মালিকও ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। এর সঙ্গে জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।

Related Articles