Sambad Samakal

ভাড়া না বাড়লে বাস চলবে না, সরব বাস মালিকেরা

Jun 29, 2021 @ 1:46 pm
ভাড়া না বাড়লে বাস চলবে না, সরব বাস মালিকেরা

মুখ্যমন্ত্রী বাস চলাচলে ছাড় দেওয়ার পরেই এবার ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হলেন বাস মালিকেরা। ভাড়া না বাড়ালে বাস রাস্তায় নামবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
বাস মালিকদের দাবি, ডিজেলের দাম ৯০ টাকা ছাড়িয়েছে। বাস চালিয়ে কোনো আয় নেই। তারপর মাত্র ৫০ শতাংশ যাত্রী নিয়ে পরিষেবা শুরু করলে ঘর থেকে টাকা বের করে দিতে হবে। ফলে ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। কোভিড স্পেশ্যাল ফেয়ার চালু না করলে গাড়ি চালানো যাবে না বলেও দাবি জানিয়েছেন বাস মালিকেরা। সেটা হলে ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। সর্বোচ্চ ২০ টাকা। যেমনটা নেওয়া শুরু হয়েছিল গতবার লকডাউন শেষে বাস পরিষেবা চালুর সময়। সেক্ষেত্রে নিত্যযাত্রীদের সমস্যা বাড়বে।

Related Articles