Sambad Samakal

সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে কম বয়সিদের টিকাকরণ, ঘোষণা কেন্দ্রের

Jul 9, 2021 @ 3:02 pm
সেপ্টেম্বরেই শুরু হতে চলেছে কম বয়সিদের টিকাকরণ, ঘোষণা কেন্দ্রের

দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই কমবয়সিদের টিকাকরণ করার উদ্যোগ নিল কেন্দ্র। সবকিছু ঠিকঠাক থাকলে, চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান ডা. এন.কে অরোরা। তিনি বলেন, ‘আমার ধারণা, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই ২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে। তবে ১২-১৮ বছরের উপরে জাইডাস ক্যাডিলার তৈরি টিকা তার অনেক আগে থেকেই প্রয়োগ করা যাবে।’
জানা গিয়েছে, জরুরিকালীন ভিত্তিতে ১২ থেকে ১৮ বছর বয়সিদের দেওয়া হবে জাইডাস ভ্যাকসিন। যা আগামী সপ্তাহেই ভারতে আসছে। শিশুদের উপর এই টিকার ট্রায়াল সফল হয়েছে। যদিও ভারতে এখনও জাইডাসের টিকা অনুমোদন পায়নি। তবে ডা. আরোরার দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই জরুরি ব্যবহারের জন্য কেন্দ্রের অনুমোদন পেয়ে যাবে জাইডাসের টিকা। তারপরই দেশজুড়ে ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু করা হবে। জাইডাসের টিকার পাশাপাশি কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালও সেপ্টেম্বরেই শেষ হবে বলে ডা. আরোরা জানিয়েছেন। ফলে নতুন বছরের গোড়াতেই ২ থেকে ১৮ বছর পর্যন্ত সবাইকে ভ্যাকসিন দেওয়ার আশা দেখিয়েছেন জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান। থার্ড ওয়েভের আগেই সন্তানের টিকাকরণ হয়ে গেলে নিশ্চিন্ত হবেন বাবা-মায়েরাও।

Related Articles