Sambad Samakal

টিকার দুটি ডোজ নিয়েই দুর্গা মন্ডপে প্রবেশের ছাড়পত্র পাবেন পুরোহিত, ঢাকিরা

Jul 9, 2021 @ 9:37 pm
টিকার দুটি ডোজ নিয়েই দুর্গা মন্ডপে প্রবেশের ছাড়পত্র পাবেন পুরোহিত, ঢাকিরা

আর মাত্র হতে গোনা কয়েকটি দিন। তারপরেই বাতাসে বেজে উঠবে আগমনীর সুর। কাশফুল আর ঢাকের বাদ্যিতে মাকে বরণ করে নেবে বাঙালি। কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে এবারও কাঁটা সেই করোনা। তাই গতবারের মতোই এবারও কড়া বিধিনিষেধ মেনেই পালন হবে দুর্গাপুজো। বিস্তারিত আলোচনার পর এমনটাই জানাল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। কমিটির সদস্যরা জানিয়েছেন, করণাকালীন সমস্ত বিধিনিষেধ মেনেই ক্লাব ও পুজো কমিটিগুলোকে দুর্গোৎসব পালন করতে হবে। মন্ডপে প্রবেশের ক্ষেত্রেও জারি থাকবে কড়া বিধিনিষেধ। ফোরাম ফর দুর্গোৎসব জানিয়েছে, পুজোর কাজে নিযুক্ত পুরোহিত থেকে ক্লাবের কর্মকর্তা, এমনকী ঢাকিদেরও করোনা টিকাকরণ সম্পন্ন করতে হবে। অর্থাৎ কোভিড টিকার দুটি ডোজ নিলে তবেই মিলবে মণ্ডপের ভিতরে প্রবেশাধিকার। যদিও কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নবান্নই।
তিনি জানান, আপাতত কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, গত বছরের মতো এবারও ১৫ থেকে ২৫ জন একসঙ্গে মন্ডপে প্রবেশ করতে পারবেন। দূরত্ববিধি মেনেই হবে অঞ্জলির আয়োজন ও ভোগ বিতরণ। প্যান্ডেলের শিখর বেশ উঁচু করা হবে। ক্লাবের ১০ থেকে ১৫ জন সদস্য একবারে মন্ডপের ভিতরে থাকতে পারবেন। পুরোহিত ও ঢাকি ছাড়াও মণ্ডপসজ্জার দায়িত্বে থাকা কর্মী, স্বেচ্ছাসেবী সহ যাঁরা পুজোর সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন, প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক এবং মণ্ডপে স্যানিটাইজেশনের যাবতীয় ব্যবস্থা রাখা হবে বলেও তিনি জানান।

Related Articles