Sambad Samakal

টালিগঞ্জ ও যাদবপুরে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় উদ্যোগী মন্ত্রী অরূপ

Jul 14, 2021 @ 6:30 pm
টালিগঞ্জ ও যাদবপুরে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় উদ্যোগী মন্ত্রী অরূপ

কলকাতা পুরসভার সবচেয়ে সংক্রমণ প্রবণ দুই এলাকা যাদবপুর ও টালিগঞ্জে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় উদ্যোগ নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃতীয় ঢেউয়ে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা, একথা মাথায় রেখে টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানোর কথা জানালেন হাসপাতালের পরিচালন সমিতির চেয়ারম্যান অরূপ বিশ্বাস। তিনি জানান, টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালে শিশুদের করোনা চিকিৎসার জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। যাতে তৃতীয় ঢেউ এই অঞ্চলের মানুষকে কাবু করতে না পারে, সেই কারণেই ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো। একইভাবে শিশুদের করোনা চিকিৎসায় পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে বাঘাযতীন হাসপাতালেরও।
উল্লেখ্য, করোনা মোকাবিলায় কলকাতা পুরসভা সাফল্যের সঙ্গে কাজ করলেও যাদবপুর ও টালিগঞ্জ এলাকায় সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাই এই দুই এলাকায় করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছেন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ। সেই উদ্যোগেই এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল স্বেচ্ছাসেবী সংস্থা সেফ দ্য চিলড্রেন। বুধবার সংগঠনের পক্ষ থেকে এই দুই এলাকায় অবস্থিত পুরসভার ১০ ও ১১ নম্বর বোরোর স্বাস্থ্য বিভাগকে ১৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া হল। এদিন পুরসভার স্বাস্থ্যকর্তাদের হাতে এই অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি তুলে দিলেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। সেই অনুষ্ঠানেই শিশুদের করোনা চিকিৎসায় বাঘাযতীন ও টালিগঞ্জ বাঙ্গুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কথা জানান মন্ত্রী।

Related Articles