Sambad Samakal

সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাষ্ট্রদ্রোহ আইন

Jul 15, 2021 @ 2:08 pm
সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে রাষ্ট্রদ্রোহ আইন

শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ল রাষ্ট্রদ্রোহ আইন। বৃহস্পতিবার এই আইনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আসলে রাষ্ট্রদ্রোহ আইন হল একটি ঔপনিবেশিক আইন। স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য ব্রিটিশরা আমাদের দেশে এই আইন প্রয়োগ করত। মহাত্মা গাঁধী, বালগঙ্গাধর তিলকের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। তাই স্বাধীনতার ৭৫ বছর পরেও এই আইনের কোনও প্রয়োজন আছে কিনা কেন্দ্রের কাছে তা জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা।
এদিন রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে করা একটি মামলার শুনানিতেই এই প্রশ্ন তোলে শীর্ষ আদালত। প্রধান বিচাপতি বলেন, কেন্দ্রীয় সরকার পুরনো অনেক আইন বাতিল করে দিচ্ছে। তাহলে এই আইনটি কেন বাতিল করা হচ্ছে না?’

Related Articles