Sambad Samakal

এক সপ্তাহে দেশে সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু

Jul 16, 2021 @ 11:42 am
এক সপ্তাহে দেশে সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যু

শুক্রবার গত এক সপ্তাহে সর্বনিম্ন সংক্রমণ ও মৃত্যুর খবরে স্বস্তি মিলল। এদিন সকলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪২ জনের। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৮১। বুধবার থেকে গত শনিবার পর্যন্ত এই সংখ্যাটা ছিল যথাক্রমে ৬২৪ জন, ২ হাজার ২০ জন, ৭২৪ জন, ৮৯৫ জন ও ১ হাজার ২০৬ জন।
শেষ একদিনে দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৯ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটি ছিল ৪১ হাজার ৮০৬। বুধবার ছিল ৩৮ হাজার ৭৯২। মঙ্গলবারের থেকে গত শনিবার পর্যন্ত দেশে নতুন আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৩২ হাজার ৯০৬ জন, ৩৭ হাজার ১৫৪ জন, ৪১ হাজার ৫০৬ জন ও ৪২ হাজার ৭৬৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ২৬ হাজার ৮২৯।
শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ২৬ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১২ হাজার ৫৩১ জনের। মোট আক্রান্ত ৩ কোটি ১ লক্ষ ৮৩ হাজার ৮৭৬ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩০ হাজার ৪২২।

Related Articles