Sambad Samakal

দুমাস পর চালু মেট্রো, ভিড় এড়াতে কড়া নিরাপত্তা স্টেশনেই

Jul 16, 2021 @ 1:19 pm
দুমাস পর চালু মেট্রো, ভিড় এড়াতে কড়া নিরাপত্তা স্টেশনেই

করোনা নিয়ন্ত্রণের স্বার্থে কড়া বিধিনিষেধের জেরে দুমাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে সাধারণের জন্য শুরু হল মেট্রো পরিষেবা। তবে আপাতত ৫০ শতাংশ যাত্রী নিয়ে সপ্তাহে ৫ দিন, অর্থাৎ, সোমবার থেকে শুক্রবার চলবে মেট্রো। যদিও আগের মতোই, শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।
এদিন সকাল ৮টা থেকেই শুরু হয় মেট্রো পরিষেবা। চলবে রাত ৮টা পর্যন্ত। মেট্রো সূত্রে খবর, আপাতত সোম থেকে শুক্র এই রুটিনেই চলবে মেট্রো। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো। এর মধ্যে, নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি ও দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো।
বাকিগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি।
সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা চালু হলেও এখনও বন্ধ টোকেন পরিষেবা। কেবলমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই মেট্রোয় যাত্রা করা যাবে। ৫০ শতাংশ যাত্রীর গাইডলাইন মানতে স্টেশনগুলোতে জারি রয়েছে কড়া নিরাপত্তা।

Related Articles