Sambad Samakal

ইমোজিতে যৌন আবেদন! নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ায়

Jul 17, 2021 @ 6:06 pm
ইমোজিতে যৌন আবেদন! নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ায়

যৌন আবেদন ছড়াচ্ছে ইমোজি। জানেন কি, এমনই গুরুতর অভিযোগে বেশ কিছু ইমোজি নিষিদ্ধ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম।
এই দুই সোশ্যাল মিডিয়ায় যে ইমোজিগুলিকে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে বেগুন, পীচ ফল এবং জলের ফোঁটা। একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এইসব ইমোজিগুলি খুবই যৌন উদ্দীপক। তাই যৌন কাজকর্মের ইঙ্গিত দেওয়া এই ইমোজিগুলি সমাজকে ভুল পথে পরিচালিত করতে পারে। সেই কারণেই এমন সব ইমোজি আর ব্যবহার করা যাবে না।
বর্তমান কর্মব্যস্ত সময়ে কথা বলে বা দীর্ঘ ম্যাসেজ লিখে নষ্ট করার মতো সময় ও আগ্রহ দুটোই কমে এসেছে। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বড় ভরসা এই ইমোজিগুলি। বহু ক্ষেত্রেই আমরা অনেক কথা না লিখে একটা ইমোজির ব্যবহারে মনের কথা অনেক গভীর ভাবে, অথচ সহজে ব্যক্ত করে থাকি। যার মধ্যে যৌন উদ্দীপক বলে আখ্যা দেওয়া এই ইমোজিগুলোর ব্যবহারও করে থাকেন অনেকেই। কিন্তু এখন সেগুলি নিষিদ্ধ হয়ে যাওয়ায় সমস্যা বাড়ল নেটিজেনদের।

Related Articles