মন্তশ্বরের পরে কালনা গেট! ভোটের দিন দ্বিতীয় বার আক্রান্ত হল বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কনভয়! জানা যাচ্ছে, এদিন দুপুরের পরে কালনা গেট এলাকায় যাচ্ছিলেন বিজেপি প্রার্থী। সেই সময়েই তাঁর গাড়ির ঠিক পেছনে থাকা সিআরপিএফ জওয়ানদের একটি গাড়িতে পাথর ছোঁড়া হয়।
ভেঙে যায় গাড়ির কাঁচ। মাথায় চোট পান ২ জন নিরাপত্তারক্ষী। তারমধ্যে ১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “দুপুরে আমাদের বুথ এজেন্টকে মারধর করে বাইরে বের করে দেওয়া হয়েছিল। সেই খবর পেয়ে আমি এসেছিলাম। তারপরে এই ঘটনা। তৃণমূলের গুণ্ডারা আমার গাড়ির ওপর আক্রমণ করে।”