ভোটের আগে নয়া বিতর্কে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব! চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
অভিযোগ, দেবের সহকারী রমাপদ মান্না চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৮ লক্ষ ৮০ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পরেও সেই চাকরি পাননি ওই ব্যক্তি। পরে ঘাটাল থানায় দেবের সহকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলেও, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি বলে দাবি ওই ব্যক্তির। ফলে শেষপর্যন্ত সোমবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন ওই ব্যক্তি। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ইতিমধ্যেই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।