Sambad Samakal

১৬২ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি নবার্ড এর, আবেদন করবেন কীভাবে?

Jul 17, 2021 @ 5:05 pm
১৬২ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি নবার্ড এর, আবেদন করবেন কীভাবে?

১৬২ শূন্যপদে কর্মী নিয়োগ করবে ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার ও রুরাল ডেভেলপমেন্ট’ (NABARD) বা নাবার্ড। কর্মী নিয়োগ হবে ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। গ্রেড ‘এ’ ও ‘বি’ পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এই সংস্থা। অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে আজ, ১৭ জুলাই থেকে। আবেদনের শেষ তারিখ ৭ অগস্ট, ২০২১। নাবার্ডের অফিশিয়াল সাইট nabard.org-এ গিয়েই এই অনলাইন আবেদন করতে হবে। আবেদনে কোনও ভুল হলে নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ৭ অগস্টের মধ্যে সাইটে ঢুকে সেটি সংশোধনও করা যাবে। এই সাইটেই জানা যাবে এই সংক্রান্ত যাবতীয় তথ্য।

একনজরে দেখে নিন শূন্যপদ:
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস-১৪৮
২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ (রাজভাষা সার্ভিস)-৫
৩) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ (প্রোটোকল ও সিকিউরিটি সার্ভিস)-২
৪) ম্যানেজার ইন গ্রেড-বি সার্ভিস (রুরাল) (ডেভলপমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস)-৭
বয়সসীমা:
চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর।
বাছাই পদ্ধতি:
প্রাথমিক পরীক্ষা এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউর মাধ্যমে হবে চূড়ান্ত বাছাই।
শিক্ষাগত যোগ্যতা:
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড-এ এবং ম্যানেজার ইন গ্রেড-বি দুটি পদের জন্যই প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হতে হবে। তবে SC/ST/ PWBD-র ক্ষেত্রে প্রার্থীকে পেতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি thaklesadhaon আবেদনকারীর ৫৫ শতাংশ নম্বর থাকা আবশ্যিক। SC/ST/ PWBD শ্রেণীভুক্ত হলে ৫০ শতাংশ নম্বরেই আবেদনের যোগ্য।

এ বিষয়ে বিস্তারিত জানতে নাবার্ডের অফিশিয়াল সাইটে ভিজিট করতে হবে। সেক্ষেত্রে nabard.org-এ গেলেই জানা যাবে বিস্তারিত।)

Related Articles