Sambad Samakal

করোনায় মৃত্যুহীন কলকাতা সহ ১৯ জেলা, স্বস্তি

Jul 17, 2021 @ 10:27 pm
করোনায় মৃত্যুহীন কলকাতা সহ ১৯ জেলা, স্বস্তি

দীর্ঘদিন পর করোনায় মৃত্যুহীন কলকাতা। শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের এই রিপোর্টে স্বস্তি নেমেছে তিলোত্তমায়। দৈনিক সংক্রমণের নিরিখেও মহানগরের রিপোর্ট এদিন বেশ স্বস্তিদায়ক। ৬২ জন নতুন আক্রান্তের হদিশ নিয়ে সংক্রমণে এদিন পঞ্চম স্থানে কলকাতা। শুধু কলকাতাই নয়, এদিন করোনার মৃত্যু ছোবলের হাত থেকে রেহাই পেয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের আরও ১৮ জেলা।
উত্তর ২৪ পরগনাকেপিছনে ফেলে এদিন দৈনিক সংক্রমণে শীর্ষে পৌঁছেছে দার্জিলিং। সেখানে একদিনে মোট আক্রান্ত ৮৯ জন। ৮৮ জন আক্রান্তের হদিশ নিয়ে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। তৃতীয় স্থানে বাঁকুড়া। সেখানে একদিনে আক্রান্ত ৭২ জন। একদিনে ৬৪ জন আক্রান্তের তথ্য নিয়ে যুগ্মভাবে চতুর্থ স্থানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
এদিন স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে নতুন আক্রান্ত ৮৯৯ জন। সংক্রমণ সামান্য বাড়লেও কমেছে মৃত্যু। শেষ একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের। ফলে রাজ্যে মৃত্যু হার কমে হয়েছে ১.১৯ শতাংশ। এদিন মৃতদের মধ্যে তিন জনই হুগলির বাসিন্দা, দুজন নদিয়ার, দুজন পশ্চিম বর্ধমান ও একজন উত্তর ২৪ পরগনার। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪২ জন। ফলে সুষ্ঠতারভার বেড়ে হল ৯৭.৯৪ শতাংশ।
এদিন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ১৫ লক্ষ ১৭ হাজার ৩৮০ জন, মোট মৃত্যু ১৭ হাজার ৯৮৮ জন, মোট সুস্থ ১৪ লক্ষ ৮৬ হাজার ৫৯ জন।

Related Articles