Sambad Samakal

দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে সতর্কতা জারি

Jul 23, 2021 @ 10:03 am
দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরে সতর্কতা জারি

সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আগামী কয়েকদিন এরকমই চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে পর পর নিম্নচাপ। ইতিমধ্যে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। যার প্রভাব পড়বে রাজ্যের উপকূল ও পশ্চিম জেলাগুলিতে। কলকাতা সংলগ্ন এলাকায় আজ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের ও পশ্চিমের জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
তবে আগামী সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হবে আরও একটি নিম্নচাপ।
যার প্রভাবে আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ ৯৭ শতাংশ। ২৪ ঘণ্টায় ১০.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মৎস্যজীবীদের আগামী ২৫ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Related Articles