Sambad Samakal

এবার সদ্যোজতদের জন্যও আধার কার্ড, জেনে নিন কী কী নথি লাগবে

Jul 24, 2021 @ 7:23 pm
এবার সদ্যোজতদের জন্যও আধার কার্ড, জেনে নিন কী কী নথি লাগবে

বর্তমানে দেশে নাগরিকত্বের অন্যতম প্রমাণ হল আধার কার্ড। এবার থেকে সদ্যোজতদের জন্যও আধার কার্ড করানো যাবে। তার জন্য কাঠ-খড় পোড়ানোর দরকার নেই। স্থানীয় আধার এনরোলমেন্ট সেন্টারে তা করা যাবে। কিছু হাসপাতালেও হবে এই আধার কার্ড। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। 
টুইটারে সংস্থার তরফে জানানো হয়েছে, ‘‌আপনার শিশুদের ইউনিক আইডেনটিটি প্রদান করুন। এখন সদ্যোজাত শিশুর নামও আধারে নথিভুক্ত করা যাবে।’‌
তবে সদ্যোজাতে আধার কার্ডে ফারাক থাকবে। ৫ বছরের কমবয়সি শিশুদের দেওয়া হবে নীল রঙের ‘‌বাল আধার কার্ড’‌। ৫ বছর হলে শিশুদের বায়োমেট্রিক তথ্য আপডেট করে কার্ড বদল করা আবশ্যিক। স্থানীয় আধার কেন্দ্রেই সেটা হবে।
বাল আধার কার্ড করানো থাকলে বিভিন্ন সুবিধা পাবে শিশু। যেমন— রেল, বিমান বা কোনও হোটেলে পরিচয়পত্র হিসেবে বাল আধার কার্ড দেখানো যাবে। এখন বেশিরভাগ স্কুলই ভর্তির সময় এই আধার কার্ড দেখতে চাইছে। বাল আধার কার্ড দেখিয়ে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। ফলে সরকারি স্কুলে মিড ডে মিল পেতে সুবিধা হবে। এছাড়া সরকারি বিভিন্ন ভর্তুকি পেতেও সুবিধা হবে।
বাল আধার কার্ড করতে কী কী নথি লাগবে?‌ 
১) জন্ম ও বয়সের প্রমাণ পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট লাগবে। 
২)বাবা–মায়ের আধার কার্ড দেখাতে হবে। কেননা বাবা–মায়ের আধার কার্ডের সঙ্গে শিশুর কার্ড লিঙ্ক করানো হবে। 
৩) স্কুলে ভর্তি হলে স্কুলের পরিচয়পত্র দেখাতে হবে। 

Related Articles