Sambad Samakal

ভ্যাক্সিন আকালের মধ্যে বেসরকারী সংস্থাকে বিশেষ সুবিধা টিকা উৎপাদনকারীর

Jul 24, 2021 @ 6:14 pm
ভ্যাক্সিন আকালের মধ্যে বেসরকারী সংস্থাকে বিশেষ সুবিধা টিকা উৎপাদনকারীর

রাজ্যে ভ্যাকসিনের কার্যত আকাল চলছে। কোভ্যাক্সিনের জোগান একেবারে তলানিতে। গত পাঁচদিনে একটিও কোভ্যাক্সিনের ভায়াল রাজ্যে আসেনি। এর মধ্যেই বেসরকারি টিকাকেন্দ্রের জন্য নয়া নিয়ম চালু করল দেশের দুই টিকা উৎপাদক সংস্থা। নির্দিষ্ট কোটার বেশি টিকা কিনলে সরাসরি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
জানা গিয়েছে, সম্প্রতি ভারতের দুই টিকা উৎপাদক সংস্থা- সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক লাভ বাড়াতে বেসরকারি হাসপাতালের জন্য নয়া ঘোষণা করেছে। বলা হয়েছে, নির্দিষ্ট কোটার বেশি টিকা কিনলে অর্থাত্ এক বারে ২,৮৮০ ডোজ কোভ্যাক্সিন এবং ৬ হাজার ডোজ কোভিশিল্ড কিনবে তাদের সরাসরি টিকাকেন্দ্রে ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হবে। শুক্রবার পর্যন্ত প্রায় ৫ লক্ষ ৩৭ হাজার ৫২০ ডোজ ভ্যাকসিন রাজ্যের ২৪৩টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সরাসরি পাঠিয়েছে দুই সংস্থা।
উল্লেখ্য, বেসরকারি হাসপাতালগুলির জন্য টিকার দাম সরকারের তুলনায় অনেকটাই বেশি। তাই মুনাফা তুলতেই টিকা উৎপাদক সংস্থাগুলি বেসরকারি ক্ষেত্রে বেশি পরিমাণে টিকা বিক্রি করতে চাইছে। যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

Related Articles