Sambad Samakal

প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল

Jul 24, 2021 @ 2:24 pm
প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল

প্রসারভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। টুইট করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই খবর জানানো হয়।
টুইটারে তৃণমূল জানিয়েছে, ‘জনসেবায় যুক্ত থাকার কারণে ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে জোহর সরকারের। উনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও, ওঁকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত।’
রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে নির্বাচন আগামী ৯ অগস্ট। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৯ জুলাই। সেই আসনেই শনিবার জহর সরকারের নাম ঘোষণা করল তৃণমূল।
সূত্রের খবর, বিজেপি এই আসনে কোনও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থী। তবে বিজেপি প্রার্থী দিলেও বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূল প্রার্থীর জয়ই পুরোপুরি নিশ্চিত। ফলে এবার রাজ্যসভায় যাওয়া পাকা জহর সরকারের।
উল্লেখ্য, সম্প্রতি আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে কেন্দ্র-রাজ্য সংঘাতের সময় রাজ্যের পাশে দাঁড়িয়ে সুর চড়িয়েছিলেন জহর সরকার।

Related Articles