বহরমপুরের বড়ঞায় ভোটের সকালে বুথের বাইরে সংঘর্ষে জড়ালেন তৃণমূল ও কংগ্রেস সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তৃণমূল কর্মীকে ‘চড়’ মারা ও কংগ্রেস কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে!
জানা যাচ্ছে, বুথের বাইরে তৃণমূল ও কংগ্রেস সংঘর্ষের খবর পেয়ে বড়ঞার ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, সেই সময়েই এক তৃণমূল কর্মীকে সামনে পেয়ে ‘চড়’ মারেন কর্তব্যরত পুলিশকর্মী। এমনকী কংগ্রেস কর্মীদের একাধিক বাইকও পুলিশ ভাঙচুর করে বলে অভিযোগ।