সোমবার চতুর্থ দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এদিন সকাল থেকে কমিশনে বাম, কংগ্রেস, বিজেপির পক্ষ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার অভিযোগ জানিয়ে আসছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল সাড়ে ১১টা অর্থাৎ ভোটের প্রথম চার ঘণ্টাতেই ১ হাজার ৮৮টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে সিপিএম, তারা মোট ৭২টি অভিযোগ জানিয়েছে। কংগ্রেস ৬০টি অভিযোগ ও তৃণমূল ১টি অভিযোগ দায়ের করেছে।