Sambad Samakal

সোনারপুর অবৈধ ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! জড়িত রয়েছেন অনেকেই

Jul 25, 2021 @ 1:58 pm
সোনারপুর অবৈধ ভ্যাকসিন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! জড়িত রয়েছেন অনেকেই

সোনারপুর ভ্যাকসিন কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ। কেবল মিঠুন নয় এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের অনেকেই জড়িত রয়েছেন বলে অনুমান বারুইপুর জেলা পুলিশের। ইতিমধ্যে মিঠুনকে জেরা করে তার এই কাজের সঙ্গী প্রণব গঙ্গোপাধ্যায় নামের একজনের নাম জানতে পেরেছে পুলিশ। পেশায় পুরোহিত গোসাবার বাসিন্দা প্রণব দালাল হিসাবে কাজ করত এবং মিঠুনের ভ্যাকসিন ক্যাম্পের আয়োজন করত বলে জানতে পেরেছে পুলিশ। এছাড়া মিঠুন ডায়মন্ড হারবারের যে স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন, সেখান থেকেই ভ্যাকসিন সরাতেন বলে খবর পুলিশ সূত্রে।
বারুইপুর জেলা পুলিশ সুপার ভৈরব তিওয়ারি জানান, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প থেকে কোভিশিল্ডের দুটি ভায়াল উদ্ধার হয়েছে। সেগুলি প্রাথমিকভাবে আসল বলেই মনে হচ্ছে। তবে সেগুলি পরীক্ষা করে দেখার পরেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। এই ভ্যাকসিনগুলো যদি আসল হয় তাহলে মোটা অর্থের বিনিময়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীরাই সরকারি ভ্যাকসিন বিক্রি করত বলে অনুমান পুলিশের। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন এসপি।

Related Articles