Sambad Samakal

হেড কনস্টেবল পদে ১১৫ নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

Jul 29, 2021 @ 12:03 pm
হেড কনস্টেবল পদে ১১৫ নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

১১৫ জন হেড কনস্টেবল নিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সশস্ত্র সীমা বল বা SSB-র হেড কনস্টেবল পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রক। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারেন। আবেদন করতে হবে সশস্ত্র সীমা বল বা SSB-র অফিসিয়াল ওয়েবসাইট ssbrectt.gov.in-এ। এই ওয়েবসাইটেই মিলবে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
২৪ জুলাই প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে আবেদন করার কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। প্রার্থীকে সরকার স্বীকৃতি কোনও বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি বা সিনিয়র সেকেন্ডারি (১০+২) উত্তীর্ণ হতে হবে। UR, OBC, এবং EWS প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। SC, ST, এক্স-সার্ভিসম্যান এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া:
১) প্রার্থীকে প্রথমে সশস্ত্র সীমা বল বা SSB-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) হোমপেজের ‘Apply’ লেখা অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার প্রার্থীকে নিজেদের নাম রেজিস্টার করাতে হবে এবং সমস্ত ডিটেলস্‌ পূরণ করতে হবে।
৪) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সিগনেচার আপলোড করতে হবে।
৫) সমস্ত তথ্য আপলোডের পর অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।

Related Articles