Sambad Samakal

বানভাসীর আশঙ্কা! আজ ও কাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে

Jul 29, 2021 @ 11:25 am
বানভাসীর আশঙ্কা! আজ ও কাল ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে

বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও দিনভর কলকাতা সহ লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত চলবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে কলকাতা যে বানভাসী হতে চলেছে তা বলা বাহুল্য।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপর অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যা ধীরে ধীরে বিহারের দিকে সরবে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের উপর দিয়ে বিস্তৃত হবে এই নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে আবহাওয়ার বদল হতে পারে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলায়। এছাড়াও কলকাতা, পশ্চিম মেদিনীপুর,বীরভূম হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles