Sambad Samakal

Who: করোনামুক্তির উপায় আছে জনগণের হাতেই !

Jul 31, 2021 @ 2:48 pm
Who: করোনামুক্তির উপায় আছে জনগণের হাতেই !

বছর পেরোলেও করোনা থেকে মুক্তি মেলেনি। সংক্রমণের গ্রাফ কখনও কমেছে তো কখনও বেড়েছে। করোনা মহামারী থেকে কবে মুক্তি মিলবে, এবার তা জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস স্পষ্ট জানিয়ে দিলেন, কবে এই অতিমারী শেষ হবে তা বিশ্ববাসীর হাতেই রয়েছে। তাঁরা যখন চাইবেন তখনই শেষ হবে এই ঘোর করোনা কাল।

হু প্রধানের এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের হাতে কীভাবে করোনা থেকে মুক্তির উপায় আছে!
এপ্রসঙ্গে জনগণের সচেতনতা ও সতর্কতার উপরই জোর দিচ্ছেন হু প্রধান। তিনি বলেন, ‘‘আমরা পরীক্ষা চালিয়ে যেতে পারি। সেই সঙ্গে চিকিৎসা।’’ কিন্তু সংক্রমণ নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত সপ্তাহে ৪০ লক্ষ সংক্রমণের কথা জানা গিয়েছে সারা বিশ্বে। বাড়ছে মৃত্যুও। এর মধ্যে আফ্রিকায় মৃত্যুহার ৮০ শতাংশ বেড়েছে। এভাবে চললে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা ‘হু’ প্রধানের। এই মুহূর্তে ডেল্টা স্ট্রেনই সংক্রমণ বাড়ানোর পক্ষে প্রধানত দায়ী জানিয়ে তিনি বলেন, অন্তত ১৩২টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। কেন এই স্ট্রেনটি এত দ্রুত ছড়াচ্ছে তা বুঝতে বিশ্বজুড়ে হু বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা করে চলেছেন বলেও জানান তিনি।

Related Articles