Sambad Samakal

Banking: এটিএম থেকে আয়কর, বাড়তি জরিমানা এড়াতে জেনে নিন নতুন নিয়ম

Aug 1, 2021 @ 1:25 pm
Banking: এটিএম থেকে আয়কর, বাড়তি জরিমানা এড়াতে জেনে নিন নতুন নিয়ম

আগস্ট মাসের প্রথম দিন থেকেই অর্থনীতির একাধিক ক্ষেত্রে নিয়মে বদল এল। এটিএম থেকে সরকারি কর্মীদের বেতন, কিংবা আয়কর, জেনে নিন বিভিন্ন ক্ষেত্রে বদলে যাওয়া নতুন নিয়মগুলি।

১) বেড় গেল এটিএম ব্যবহারের চার্জ। টাকা তোলা অথবা অন্যান্য যো কোনও ট্রানজেকশনের ক্ষেত্রেই বিনামূল্যে ব্যবহারের উর্ধ্বসীমা পার হয়ে যাওয়ার পর এতদিন বাড়তি চার্জ হিসাবে দিতে হত ১৫ টাকা। ১ আগস্ট থেকে তা বেড়ে হল ১৭ টাকা।

২) কর বকেয়া থাকলে গুনতে হবে জরিমানা। সেলফ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে চাকরিজীবী অথবা সংস্থা উভয় ক্ষেত্রেই এক লক্ষের বেশি বকেয়া থাকলে জরিমানা দিতে হবে।

৩) ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে কেওয়াইসিতে আয়ের তথ্য দিতে হবে গ্রাহককে। অন্যথায় বন্ধ হয়ে যাবে ডিম্যাট অ্যাকাউন্ট।

৪) আইসিআইসিআই ব্যাঙ্কের হোম ব্রাঞ্চ থেকে মাসে এক লক্ষ টাকার বেশি নগদ তোলা যাবে। এরপর বাড়তি লেনদেনের জন্য আলাদা করে চার্জ দিতে হবে। প্রতি ১০০০ টাকায় কাটা হবে ৫ টাকা এবং প্রতি লেনদেনের জন্য ১৫০ টাকা করে বাড়তি চার্জ দিতে হবে।

৫) এতদিন মাস শুরুর দিন ব্যাঙ্কিং পরিষেবায় ছুটি থাকলে বেতন পেতে দেরি হত সরকারি কর্মীদের। রিজার্ভ ব্যাঙ্কের নতুন নীতি অনুসারে, রবিবার বা অন্য কোনও ছুটির দিনেও এবার আর মাসিক বেতন আটকাবে না। নতুন এই নিয়ম চালু হল ১ আগস্ট থেকেই।

Related Articles