Sambad Samakal

Transport: এবার বাসেও লালবাজারের অ্যালার্ম

Aug 11, 2021 @ 11:33 pm
Transport: এবার বাসেও লালবাজারের অ্যালার্ম

অনিকেত গঙ্গোপাধ্যায় 

রাজধানী দিল্লির চলন্ত বাসেই ঘটে গিয়েছিল নির্ভয়া কাণ্ড। সেরকম মারাত্মক কিছু না হলেও কলকাতার রাজপথেও চলন্ত বাসে নানা অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে একাধিকবার। পরিবহণমন্ত্রীর দায়িত্ব পেয়েই তাই যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে জোর দিলেন ফিরহাদ হাকিম। তাঁর উদ্যোগে এবার বাসে বসতে চলেছে লালবাজারের অ্যালার্ম। চলন্ত বাসে যে কোনও বিপদে পড়লে যাত্রী ওই অ্যালার্মটি বাজালেই সরাসরি বিপদের সংকেত পৌঁছে যাবে পুলিশের কাছে। বুধবার এমনটাই জানালেন ফিরহাদ।
এছাড়াও বাসে লাগানো হবে জিপিএস ট্র্যাকিং ডিভাইস। পরিবহণমন্ত্রী জানান, এই ট্র্যাকিং সিস্টেমের ফলে অনেকগুলি সুবিধা হবে বলে জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এই জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে কোন গাড়ি কত গতিবেগে যাচ্ছে এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেগুলি বোঝা সম্ভব হবে।
সল্টলেকের কাছে একটি জায়গায় এই মনিটরিংয়ের কাজ চলছে। এদিন সেই কাজ পরিদর্শন করেন পরিবহণমন্ত্রী। সমস্ত বাসে এই জিপিএস ও আল্যার্ম সিস্টেম বসানোর কাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন হবে বলে তিনি জানান।

Related Articles