Sambad Samakal

Mamata Banerjee: ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দেবে রাজ্য সরকার

Aug 12, 2021 @ 7:49 pm
Mamata Banerjee: ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দেবে রাজ্য সরকার

ফের যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মুক্তির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার মোট ৭৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে  একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৭ জন মহিলা। পুরুষ বন্দিরা প্রত্যেকেই ৬০ বছরের বেশি বয়সি। মহিলারা ৭৫ বছরের ঊর্ধ্বে। করোনা পরিস্থিতি এবং বন্দিদের বয়সের কথা মাথায় রেখেই তাঁদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের।

রাজ্যের তরফে জানানো হয়েছিল, বন্দিদের বয়স, ভাল ব্যবহার এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই ৬৩ জন বন্দিকে ছাড়ার সিদ্ধান্ত। জীবন সায়াহ্নে যাতে তাঁরা পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারেন তাই মানবিকভাবেও খানিকটা বিষয়টি ভাবা হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি মুক্তিপ্রাপ্তরা।

Related Articles