Sambad Samakal

Pandua: পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত বালক! জখম আরও ১, ঘটনাস্থলে লকেট, তদন্তে পুলিশ

May 6, 2024 @ 3:07 pm
Pandua: পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত বালক! জখম আরও ১, ঘটনাস্থলে লকেট, তদন্তে পুলিশ

ভোটের মুখে ফের বোমা বিস্ফোরণ! মৃত বছর দশেকের বালক! জখম আরও এক! জানা যাচ্ছে, সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ার নেতাজি কলোনিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুকুর পারে বল ভেঙে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ হয়।

মৃত বালক চতুর্থ শ্রেণির পড়ুয়া রাজ বিশ্বাস। মামাবাড়িতে গরমের ছুটি ঘুড়তে এসেছিল সে। এদিনই নিজের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তারআগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। প্রায় সমবয়সী আরও এক বালকের পায়ের একটি পাতা বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে বলে খবর। ঘটনাট তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি।

Related Articles