Sambad Samakal

Mamata: ‘দুয়ারে রেশন’ কবে থেকে শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী

Aug 12, 2021 @ 5:22 pm
Mamata: ‘দুয়ারে রেশন’ কবে থেকে শুরু হবে, জানালেন মুখ্যমন্ত্রী

চলতি বছরের ৬ নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার দিনেই শুরু হবে ‘দুয়ারে রেশন’। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মে মাসে পরীক্ষামূলকভাবে ঝাড়গ্রামের ৩৫ টি পরিবারে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এবার সকল রাজ্যবাসীর কাছে ভাইফোঁটার দিনেই শুরু হয়ে যাবে ‘দুয়ারে রেশন’।

পরিযায়ী শ্রমিকেরাও ‘দুয়ারে রেশনে’র সুবিধা পাবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পরিযায়ী শ্রমিকরা ‘এক দেশ এক রেশন’ প্রকল্পের আওতায় থাকলে তারাও ‘দুয়ারে রেশনে’র সুবিধা পাবেন। তবে সেক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে ওই ব্যক্তি অন্যরাজ্য থেকে রেশন নিচ্ছেন না। আবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে আবেদনের নিয়ম কানুন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার দুয়ারে সরকারে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প থাকছে। সেখান থেকে বিলি হবে ফর্ম। ফর্মে থাকবে ইউনিক নম্বর। সেই নম্বর নথিভুক্ত হবে সরকারের কাছে। 

Related Articles