Sambad Samakal

Amit Shah: সন্দেশখালির স্টিং অপারেশন ‘ফেক’! কী দাবি অমিত শাহের?

May 6, 2024 @ 2:47 pm
Amit Shah: সন্দেশখালির স্টিং অপারেশন ‘ফেক’! কী দাবি অমিত শাহের?

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনাতেই সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল, স্টিং অপারেশনের ফুটেজ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। আর বাংলায় ভোটপ্রচারে এসে এবিষয়ে সরাসরি মুখ না খুললেও পরোক্ষে তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন কৃষ্ণনগরের রোড শো ও দুর্গাপুরের জনসভা থেকে অমিত শাহ বলেন, “আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে যে, সন্দেশখালিতে তাঁর দলের যে নেতারা অন্যায় করেছে, তাদের কেন গ্রেফতার করা হয়নি? কেন আদালতের নির্দেশের পরে পুলিশ গ্রেফতার করল? কেন হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হল?”

প্রসঙ্গত, ইতিমধ্যেই সন্দেশখালির স্টিং অপারেশনকে ‘ডিপফেক’ বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিন অমিত শাহ সরাসরি মুখ না খুলেও সন্দেশখালি নিয়ে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Related Articles