Sambad Samakal

TMC: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদেরও উত্তরের ৯ পুরসভার পদ থেকে সরালেন মমতা

Aug 18, 2021 @ 1:22 am
TMC: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদেরও উত্তরের ৯ পুরসভার পদ থেকে সরালেন মমতা

সাংগঠনিক রদবদলের পরের দিনই মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের সরিয়ে উত্তর ২৪ পরগনার নয় পুরসভার প্রশাসকমণ্ডলীতে ব্যাপক রদবদল কবলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরা বালুদাকে ধরে কেরিয়ার শুরু করলেও কালক্রমে নিজের পায়ের নিচে শক্ত মাটি করে নিয়েছে। জেলার গোবরডাঙা, হাবড়া, অশোকনগর, মধ্যমগ্রাম, বসিরহাট, নিউ বারাকপুর, উত্তর দমদম, গারুলিয়া এবং ভাটপাড়া পুরসভার পুরপ্রশাসক পরিবর্তন হয়েছে । পাশাপাশি বেশ কয়েকটি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যসংখ্যাতেও পরিবর্তন করা হল। গোবরডাঙা পুরসভার পুরপ্রশাসক ছিলেন বছর পঁচাত্তর পেরোনো সুভাষ দত্ত। বয়সজনিত কারণে তঁাকে সরিয়ে নতুন পুরপ্রশাসক করা হল তুষারকান্তি ঘোষকে। উপ-পুরপ্রশাসক হলেন চিত্রলেখা দত্ত। হাবড়া পুরসভায় নীলিমেশ দাসকে সরিয়ে পুরপ্রশাসক করা হয়েছে নারায়ণচন্দ্র সাহাকে। তারকনাথ দাস এবং শ্যামল দত্তকে যুগ্মভাবে উপ-পুরপ্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। অশোকনগর পুরসভার পুরপ্রশাসক ছিলেন প্রবোধ সরকার। তঁাকে সরিয়ে নতুন পুরপ্রশাসক হলেন উৎপল তালুকদার। উপ-পুরপ্রশাসক হলেন অতীশ সরকার। ভাটপাড়া পুরসভায় অরুণ বন্দ্যোপাধ্যায়ের বদলে নতুন পুরপ্রশাসক হলেন গোপাল রাউত। উপ-পুরপ্রশাসকের দায়িত্ব পেলেন দেবপ্রসাদ সরকার। গারুলিয়া পুরসভায় সঞ্জয় সিংকে পুরপ্রশাসক পদ থেকে সরিয়ে রমেন দাসকে পুরপ্রশাসকের দায়িত্ব দিল দল। এদিন রমেন দাসের নাম ঘোষণা হতেই বিক্ষোভ দেখান সঞ্জয় সিংয়ের অনুগামীরা। উত্তর দমদম পুরসভায় সুবোধ চক্রবর্তীর পরিবর্তে নতুন পুরপ্রশাসক হলেন বিধান বিশ্বাস। উপ-পুরপ্রশাসক হলেন কল্যাণ কর। নিউবারাকপুর পুরসভায় পুরপ্রশাসক তৃপ্তি মজুমদারের পরিবর্তে নতুন পুরপ্রশাসক হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘনিষ্ঠ নেতা প্রবীর সাহা। উপ-পুরপ্রশাসক হলেন মিহির দে।
মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রশাসক ছিলেন পরিচ্ছন্ন ভাবমূর্তির খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির কারণেই রথীন ঘোষের পরিবর্তে নতুন পুরপ্রশাসক হলেন নিমাই ঘোষ।
বারাসত পুরসভার নতুন প্রশাসকমণ্ডলীর সদস্য হলেন হাফিজ কাজি ও দোলন বিশ্বাস। উপ-পুরপ্রশাসক হয়েছেন সমীর তালুকদার। ভোটের পর বনগাঁ পুরসভার পুরপ্রশাসক হয়েছিলেন গোপাল শেঠ। এবার উপ-পুরপ্রশাসক হলেন কৃষ্ণা রায়। বসিরহাট পুরসভায় পুরোন পুরপ্রশাসক তপনকুমার সরকারকে সরিয়ে পুরপ্রশাসক হলেন অসিত মজুমদার। উপ-পুরপ্রশাসক হলেন অদিতি মিত্র। বাদুড়িয়া পুরসভার পুরপ্রশাসক হলেন দীপঙ্কর ভট্টাচার্য। উপ-পুরপ্রশাসক হলেন হামিদা বেগম। জেলার রাজনৈতিক সমীকরণে এরা অধিকাংশই জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ নন।

Related Articles