Sambad Samakal

Kabul: নিদ্রাহীন ফিরহাদ! ২,২৮৮ কিমির দূরত্ব ঘুচে গেল পিতৃত্বের আবেগে

Aug 18, 2021 @ 12:36 am
Kabul: নিদ্রাহীন ফিরহাদ! ২,২৮৮ কিমির দূরত্ব ঘুচে গেল পিতৃত্বের আবেগে

কাবুল থেকে কলকাতা। দূরত্ব ২,২৮৮ কিলোমিটার। কিন্তু ভৌগলিক এই দূরত্ব ঘুচে গেল পিতৃত্বের রুদ্ধ আবেগে। তাইতো ২,২৮৮ কিমি দূরে বসেও কাবুলের মেয়েদের নিরাপত্তা নিয়ে ভেবে আকুল হচ্ছেন কলকাতার মুখ্য পুরপ্রশাসক তথা রাজ্যের আবাসন ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু কাবুলের ঘটনায় কেঁপে উঠেছে তিন মেয়ের বাবা ফিরহাদের বুক। তাই প্রশাসনিক পরিচয় দূরে সরিয়ে রেখে পিতৃত্বের পরিচয়ই যেন বড় হয়ে উঠেছে গত তিন দিন ধরে। রাতের পর রাত কাটছে নিদ্রাহীন। মেয়েদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা যে একজন বাবার কাছে কী ভয়ঙ্কর তিনি উপলব্ধি করেন। তাই তালিবানদের হেফাজতে থাকা আফগান মেয়েদের ভবিষ্যত কী,
তা ভেবেই শিউরে উঠছেন তিনি।
মঙ্গলবার ফিরহাদ বলেন, ‘‘আমি নিজে তিন কন্যার পিতা । আফগান মেয়েদের পরিস্থিতি দেখে কষ্ট হচ্ছে । রাতে দু-তিনদিন ভালো করে ঘুমোতে পারিনি ৷ শুধু মনে হচ্ছে কাবুলিওয়ালারা অধিকাংশই দেশের বাইরে ৷ এই মুহূর্তে আফগানিস্তানে তাঁদের মেয়েরা ওই নরক যন্ত্রণার মধ্যে রয়েছেন ৷ তাঁদের সঙ্গে কী হচ্ছে কে জানে? তাঁদের সঙ্গে কী ব্যবহার করা হচ্ছে? তাঁদেরও কী টেনে নিয়ে বাজারে বিক্রি করে দেবে তালিবানরা? মেয়েগুলোর ভবিষ্যতের কথা ভেবে খুব আতঙ্কিত হয়ে পড়েছি ৷’’

Related Articles