Sambad Samakal

Nabanna: ফের রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা

Aug 28, 2021 @ 9:07 pm
Nabanna: ফের রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ, ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ঘোষণা

ফের রাজ্যে বাড়ানো হল কোভিড বিধিনিষেধ। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হল। চলবে না লোকাল ট্রেনও। তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে কোচিং সেন্টার চালু করার কথা ঘোষণা করেছে নবান্ন।

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫  সেপ্টেম্বর পর্যন্ত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সর্বত্র কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক। রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে। ওয়ার্ক ফ্রম হোমের উপরই জোর দিতে হবে। অফিস খুললেও কোভিড বিধি মেনে চলতে হবে এবং সমস্ত কর্মীদের টিকাকরণের পরই অফিসে আনা যাবে। এই নির্দেশিকা অমান্য করলে মানলে মহামারি আইনে শাস্তির মুখে পড়তে হবে।

উল্লেখ্য, শনিবার সকালেই সব রাজ্যকে চিঠি দিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোভিড সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর বিকালেই রাজ্যে কোভিড বিধি-নিষেধের মেয়াদ বাড়াল নবান্ন।

Related Articles