Sambad Samakal

UPSC: ২৩ শূন্যপদে চাকরি, আবেদনের শেষ দিন কবে?

Aug 31, 2021 @ 5:13 pm
UPSC: ২৩ শূন্যপদে চাকরি, আবেদনের শেষ দিন কবে?

২৩ শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য বলা হয়েছে।

কোন কোন পদে নিয়োগ: UPSC বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-২ টো পদ,
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন- ১ টা পদ এবং
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট- ২০টি পদে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স: মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বয়সসীমা একেকটি পদের ক্ষেত্রে একেক রকম। এ বিষয়ে বিশদে জানতে চাকরির বিজ্ঞপ্তির অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in দেখতে হবে।
আবেদনের পদ্ধতি: UPSC-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in-এ লগ ইন করে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী।সেখান স্ক্রিনে রেজিস্ট্রেশন স্লিপ দেওয়া হবে। যার প্রিন্ট আউট রেখে দিতে হবে প্রার্থীকে। পরবর্তীকালে পরীক্ষার বিষয়ে সাইটেই যাবতীয় খবর দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর, ২০২১।

Related Articles