Sambad Samakal

Kabul: অকেজো রাডার! কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার কীভাবে?

Sep 1, 2021 @ 11:41 am
Kabul: অকেজো রাডার! কাবুল থেকে ভারতীয়দের উদ্ধার কীভাবে?

কাবুল বিমানবন্দরে অকেজো হয়ে পড়েছে রাডার। ফলে থমকে গেল আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া।
রাডার অকেজো থাকায় আপাতত কাবুল বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বন্ধ। এই পরিস্থিতিতে কীভাবে সেখান থেকে ভারতীয়দের দেশে ফেরেন দিল্লি, সেই বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়ল।
সূত্রের খবর, কাবুল ছাড়ার আগে মার্কিন সেনা বহু বিমান ও সামরিক সরঞ্জাম অকেজো করে দিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার সিস্টেম। এর ফলে বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ ওই বিমানবন্দরে। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে রাডার কার্যকর করার চেষ্টা চলছে। রাডার চালু না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাণিজ্যিক উড়ান চলাচল। প্রশ্ন উঠছে, তাহলে কি ত্রাসের আফগানিস্তানে অতগুলো দিন আটকে থাকতে হবে ভারতীয়দের?

Related Articles