Sambad Samakal

Durga: অগ্নিকন্যার ১০ অস্ত্রে অশুভ শক্তির বিনাশে মমতারূপী দশভূজা! কোথায় জানেন?

Sep 1, 2021 @ 6:16 pm
Durga: অগ্নিকন্যার ১০ অস্ত্রে অশুভ শক্তির বিনাশে মমতারূপী দশভূজা! কোথায় জানেন?

খড়গ, ত্রিশূল, চক্র নয়, অগ্নিকন্যার উন্নয়নের অস্ত্রেই এবার অসুরবধ মহামায়ার। তাই তো মমতারূপী মা দুর্গার দশ হাতে রাজ্যের সেরা ১০ উন্নয়ন প্রকল্প। রাজ্যে ধারাবাহিক উন্নয়ন কর্মযজ্ঞে ভিড় করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদের পরাস্ত করে তৃতীয়বার সরকার গঠন করেছে, ঠিক সেই ভাবনাতেই অশুভ শক্তির বিনাশে দশভূজার ১০ হাত সেজে উঠেছে মমতা সরকারের জনহিতকর ১০টি বাছাই প্রকল্পে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ও তাঁর শাসনকালে বহুমুখী জনমুখী প্রকল্পের সাফল্যের কথা মাথায় রেখেই অভিনব এই উদ্যোগ নিল বাগুইআটির নজরুল পার্ক উন্নয়ন সমিতি। এবার দুর্গা পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই তৈরি করা হচ্ছে পুজো কমিটির মাতৃ প্রতিমা। পাশাপাশি মন্ডপ সজ্জায় তুলে ধরা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। থিমের নামকরণ করা হচ্ছে ‘তুমিই ভরসা’।
প্রতিমা শিল্পী মিন্টু পাল ফাইবার গ্লাস দিয়ে তৈরি করছেন মমতার আদলে দুর্গা মূর্তি। বিশ্ব বাংলার লোগোর আদলে তৈরি হচ্ছে চালচিত্র। প্রতিমার পরনে থাকছে নীল পাড় সাদা শাড়ি, আর পায়ে হাওয়াই চটি।

Related Articles