Sambad Samakal

By Election: পুজোর আগেই ভোট ভবানীপুরে, দিন ঘোষণা কমিশনের

Sep 4, 2021 @ 1:55 pm
By Election: পুজোর আগেই ভোট ভবানীপুরে, দিন ঘোষণা কমিশনের

অবশেষে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবিকে মান্যতা দিল নির্বাচন কমিশন। জানিয়ে দিল, পুজোর আগেই হবে ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচন। কমিশন জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হবে ভবানীপুরে। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন দেওয়ার শেষ দিন। ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।
নন্দীগ্রাম কেন্দ্রে হেরে গেলেও ২ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী পদ ধরে রাখতে ৪ নভেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে বিধানসভায় ফিরতে হবে তাঁকে। ভবানীপুর কেন্দ্র থেকেই নির্বাচনে লড়ার কথা তাঁর। সেই পরিকল্পনা মতো ইতিপূর্বেই ভবানীপুরের নির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিয়েছেন। তিনি প্রার্থী হবেন খড়দা কেন্দ্র থেকে। ভবানীপুর, খড়দা সহ রাজ্যের মোট সাত কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে বারবার কমিশনে দরবার করছিল তৃণমূল। একইভাবে তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। ফলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছিল রাজনৈতিক মহল। অবশেষে সব আশঙ্কার অবসান ঘটিয়ে কমিশন ভোটের দিন ঘোষণা করার স্বস্তিতে ঘাসফুল শিবির।

Related Articles