Sambad Samakal

Chief Minister’s Father: মুখ্যমন্ত্রীর বাবার বিরুদ্ধে এফআইআর!

Sep 5, 2021 @ 4:37 pm
Chief Minister’s Father: মুখ্যমন্ত্রীর বাবার বিরুদ্ধে এফআইআর!

রাজনীতিতে নতুন করে রাষ্ট্রধর্ম পালনের কথা সরবে ঘোষণা করলেন ভূপেশ বাঘেল। নিজের বাবার বিরুদ্ধেই পুলিশের করা এফআইআর করাকে প্রকাশ্যে সমর্থন করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

কিছুদিন পূর্বে মুখ্যমন্ত্রীর পিতা নন্দ কুমার বাঘেল উত্তরপ্রদেশে গিয়ে ফতোয়া দেন ভারতের কোনো গ্রামে ব্রাহ্মণদের প্রবেশ করতে না দেওয়ার জন্য। তিনি অন্য জাতের মানুষের কাছে ব্রাহ্মণদের বয়কট করার অনুরোধও করেন। যার পর থেকেই ছত্তিশগড়ে উত্তেজনা দেখা দেয়। জাত-পাতের রাজনীতিও গুরুতর হয়ে ওঠে। পরিস্থিতি এতটাই ঘোরালো হয়ে ওঠে যে সর্ব ব্রাহ্মণ সমাজ নামে এক সংগঠন থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ডিডি নগর থানা নন্দ কুমারের বিরুদ্ধে ১৫৩-ক ধারায় এফআইআর করে।

পুলিশের এফআইআর যে খোদ মুখ্যমন্ত্রীর পিতার বিরুদ্ধে তা জানজানি হতেই জল্পনা শুরু হয়। কিন্তু মুখ্যমন্ত্রী ভূপেশ দ্যর্থহীন ভাষায় জানিয়ে দেন ‘আইন সবার জন্য সমান।’ এমনকি তাঁর ৮৬ বছর বয়সি পিতার মন্তব্যে যে জাতিগত বিভাজনের বীজ লুকিয়ে আছে তাকেও তিনি সমর্থন করেন না বলে জানিয়েছেন।

Related Articles