Sambad Samakal

Teachers Day: শিক্ষক দিবসে ভিক্ষার বাটি হাতে পথে শিক্ষকরা!

Sep 5, 2021 @ 3:40 pm
Teachers Day: শিক্ষক দিবসে ভিক্ষার বাটি হাতে পথে শিক্ষকরা!

সরকারের স্বীকৃতি ও সঠিক মানের পারিশ্রমিকের দাবিতে পথে বাটি হাতে ভিক্ষা করতে দেখা গেল শিক্ষকদের। শিক্ষক দিবসের দিন সকালে হাওড়া বাসস্ট্যান্ডের ছ’ নম্বর সাবওয়ের গেটে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অধীনে কর্মরত শিক্ষকরা ভিক্ষা করে অভিনব প্রতিবাদ জানান।

শিক্ষকরা জানিয়েছেন সরকারি নিয়ম মেনে তাঁদের নিয়োগ করা হলেও তাঁরা মূলত বেসরকারি সংস্থার অধীনে কর্মরত। ফলে তাদের মাসিক বেতন অত্যন্ত কম এবং অনিয়মিত। বেসরকারি সংস্থা তাদের ওপর মানসিক অত্যাচার করে এবং চাকরি থেকে বসিয়ে দেওয়ার হুমকিও দেয়।

রাজ্যে প্রায় ১৫০০ এন এস কিউ এফ শিক্ষক আছেন এবং প্রায় ২০০ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আছেন। চাকরিতে নিরাপত্তা, বেতন বৃদ্ধি এবং সরাসরি সরকারী নিয়োগের দাবিতে তারা আজ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ দেখান।

Related Articles