Sambad Samakal

Covid: তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ সিসিইউ ৭৯ সরকারি হাসপাতালে

Sep 11, 2021 @ 6:37 pm
Covid: তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ সিসিইউ ৭৯ সরকারি হাসপাতালে

অক্টোবরেই ভারতে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। সম্প্রতি, প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে এমন আশঙ্কাই রকাস করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের রিপোর্টে বলা হয়েছে করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিল রাজ্য। রাজ্যের সরকারি হাসপাতালে সঙ্কটজনক রোগীদের জন্য বিশেষ পরিকাঠামো তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই বিশেষ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে হাইব্রিড সিসিইউ। জরুরি ভিত্তিতে রাজ্যের ৭৯টা হাসপাতালে বিশেষ হাইব্রিড সিসিইউ পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতর সুত্রে খবর, বিশেষ এই পরিকাঠামোয় হাসপাতালগুলিতে ৬টা বেডে থাকবে ভেন্টিলেশনের ব্যবস্থা। বাকি ১৮টি বেডে থাকবে ক্রিটিক্যাল কেয়ারের সাপোর্ট।

Related Articles