Sambad Samakal

TMC: রাজ চক্রবর্তীকে নেতা মানলেন মনীশ ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা

Sep 12, 2021 @ 10:10 am
TMC: রাজ চক্রবর্তীকে নেতা মানলেন মনীশ ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা

সুশ্বেতা ভট্টাচার্য

ব্যারাকপুর বিজেপিতে ধস নামিয়ে সাংসদ অর্জুন সিংয়ের হাত ছেড়ে তৃণমূলে ফিরলেন মণীশ শুক্লা ঘনিষ্ঠ একঝাঁক নেতা-কর্মী। দীর্ঘ টানাপোড়েনের অবশেষে বিধায়ক রাজ চক্রবর্তীর নেতৃত্ব স্বীকার করে নিলেন একদা মণীশ শুক্লা ঘনিষ্ঠ রাজু সাউ, বিকাশ সিংরা। শনিবার সন্ধ্যায় টিটাগড় টাটা গেটে বিধায়ক রাজ চক্রবর্তীর উপস্থিতিতে ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন রাজু, বিকাশ সহ মণীশ ঘনিষ্ঠ প্রায় দু’হাজার জন। স্লোগান তুললেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রাজ চক্রবর্তী জিন্দাবাদ।’ তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন টিটাগড় পুরসভার মুখ্য পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুর ও জগদ্দলের দুই বিধায়ক সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম প্রমুখ।

উল্লেখ্য, বিকাশ সিং বিজেপির ব্যারাকপুর চার নম্বর মণ্ডলের সভাপতি ছিলেন। মণীশ শুক্লার বাবা তথা গত বিধানসভা ভোটে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী চন্দ্রমণি শুক্লার চিফ ইলেকশন এজেন্ট ছিলেন রাজু সাউ।

তৃণমূলের দমদম-ব্যারাকপুর জেলা সভাপতি পার্থ ভৌমিক বলেন, ‘আজকের এই যোগদানের পর ব্যারাকপুর টিটাগড় এলাকায় বিজেপি তাসের ঘরের মতো ভেঙে পড়ল।’ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে কটাক্ষ করে পার্থ বলেন, ‘অর্জুন ভিতরে ভিতরে তৃণমূলে যোগ দেওয়ার ছক কষছিল। তাঁকে আটকাতেই বিজেপি ওঁর বিরুদ্ধে এনআইএ লাগিয়ে দিয়েছে।’

Related Articles