Sambad Samakal

Weather: নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

Sep 11, 2021 @ 10:50 am
Weather: নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা?

বঙ্গোপসাগরের কেন্দ্রে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় তা তৈরি হয়ে যাবে বলে জানাল আলিপুর আহাওয়া দফতর। যার জেরে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা প্রান্তে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। আর সেই কারণেই মৎস্যজীবীদের, যাঁরা বর্তমানে সমুদ্রে রয়েছেন, তাঁদের বিকেলের মধ্যে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জেলায় এদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে সকাল আটটা থেকেই বৃষ্টি শুরু হওয়ার কথা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেখানে।

Related Articles